Search This Blog

Wednesday, 31 July 2013

আমার কবিতা

অগ্রগামী  কাপুরুষ

চোখে দেখার এগিয়ে যাওয়া?
হামাগুড়ি, সিঁড়ি, ভিড়ে উঁকি দেওয়া?
আমায় একটু জায়গা দে মা......জলসায় বসি
দেখি প্রাচীনতার ভব্যতা
ছেঁড়া কাপড়ে ভেজা কুস্তি
অনুমতি ছাড়া করছে, ছিনছে, ছাপছে আর
মজা নিচ্ছে জলসায় উবু হয়ে।
সাক্ষীতা রিপু-র সাথে 'ক'-এ বেঁধে 
ওতপ্রোত...... শুধু বিচ্ছিন্ন বিরোধিতায়।
বিনেপয়সার নীল হাত-সুখ
প্রতিবাদে শুধু লাল হবে কেন?
চোখ খোলা সবার- যারা এগোচ্ছে 
শুধু দেখছে না- শুভ-মহরৎ-পূর্ব
'মা'-রা, 'মানুষ'-এরা......বেনামি ভাই-বোনের ব্রহ্মা ।
একের পর এক কুস্তি, তারপর
চিৎকার তালে নগ্ন-নৃত্য
তার পিঠে গান, রক্ত-জলের লাশ
নারীমুক্তি এভাবে!!!!
অগ্রগামী কাপুরুষ.........