Search This Blog

Thursday, 14 June 2012

AMAR KOBITA

এটা আমার একটি গান 

ভালো মানুষ 

সময় গোনা স্বভাব আমার
হাতে গোনা কালো মাথা
বুক চিরে কাটাকুটি 
নিজেকে গরম করা কাঁথা
সবার ঠোঁটে আমার কেনা হাসি চাই
না  বোঝা খুশি পোশাক খানা পাল্টাই
সবার নির্ভরতা আমার তালুর খাতায়
তাই বলে উঠুক
ভালো মানুষ



অন্য গলিতে ঢুকে
তার কালো ঘামটা শুঁকে
ধোয়া করা মঞ্চে ছাইটা পকেটে রেখে 
বেগ-আবেগ হেডফোন-এ শোনা খেলা শিখে
থার্মোমিটারে তাপ বাড়ে না
পোড়া  সিগারেট ভেজা রাত খোঁজে না
হয়তো বা সুখ-পরী রূপকথা
ভালো লাগে না
 উঁই ধরা বিছানার বিষ বুক থেকে
কেউ বলে উঠুক
ভালো মানুষ






কেমন লাগলো জানিও.........

COCKTAIL(2012)

COCKTAIL MOVIE SONGS

 



cocktail movie songs 320kbps- download

Tuesday, 12 June 2012

Amar kobita

NOTICE:

 আগামী  ১৪ ই  জুন  থেকে  আমার  কবিতাগুলি  বাংলাতে পোস্ট  করা  হবে ।
এতদিন  ধরে  ইংলিশে  পোস্ট  করার  জন্য  কবিতাগুলির  অর্থ  স্পষ্ট  হয়ে  ওঠেনি
তোমাদের  কাছে ।
আমি  আশা  করি  এতে  পড়তেও  সুবিধা  হবে ।