Search This Blog

Wednesday, 11 December 2013

Binoy Majumdar

Today is the date, on that our beloved poet Binoy Majumdar (Bengali: বিনয় মজুমদার) left us forever in the year of 2006. Let's pray for his soul and remember him with some of his poems.........

 
 








 




 
 

 
 
 

A Gift to her on her Birthday


না হয়......

৮ই ডিসেম্বর,২০১

 

আজ নয় ভিন মাটির কথা থাক

নতুন জামা পরে বসো

রিংটোনটা শুনলেই...খুলে ফেলো

ঘেমো চামড়ার গন্ধেই

ভরাবো তোমার আমার ইগলু

দিনটা গেলে গলিয়ে ফেলো না হয়......

 

আজ নয় কুজ্ঝটিকা বানান ছাড়ো

তোমাকেই বানাই চলো

সাজানো হলেই... দেখে নিও

আচ্ছা......আয়নাটার হিংসুটে চোখ দেখেই

কানটা টেনে বলে দিও না হয়......

স্ত্রী বানানে ভুল হল কিনা

ভুল হলে আবার পড়ে নেবো না হয়......

 

আজ নয় ঘুমদুটোকে ঘুম পাড়াও

নীল স্বপ্ন দেখি চলো

জেগে জেগেই... বশ করে নিও

আমাকে নোনা করেই

বৃষ্টিতে ধুয়ে দিও না হয়......

এই রাতের কথা তোমার বুকে

গড়িয়ে গড়িয়ে এঁকে দেবো না হয়......

 

একিঃ... চোখের জলে ভেজাতে তো বলিনি

কোলবালিশ জড়িয়ে বেশ তো

আমার অর্ধ অঙ্গে ঢুকে গেছিলাম

চোখ দিয়ে বের করে দিতে তো বলিনি

আবার সেই ভিনমাটি দূরত্বের অঙ্ক হাঁকালো

তুমিও আর সাজলে না

আমার শ্বাসের শব্দে হাত রেখে

কথা দাও... কাঁদবে না

আমার জমিতে পা রেখে

এই রাতে একটু হেসে দাও না হয়......

------- শুভ জন্মদিন মেঘা