এটা আমার একটি গান
ভালো মানুষ
সময় গোনা স্বভাব আমার
হাতে গোনা কালো মাথা
বুক চিরে কাটাকুটি
নিজেকে গরম করা কাঁথা
সবার ঠোঁটে আমার কেনা হাসি চাই
না বোঝা খুশি পোশাক খানা পাল্টাই
সবার নির্ভরতা আমার তালুর খাতায়
তাই বলে উঠুক
ভালো মানুষ
অন্য গলিতে ঢুকে
তার কালো ঘামটা শুঁকে
ধোয়া করা মঞ্চে ছাইটা পকেটে রেখে
বেগ-আবেগ হেডফোন-এ শোনা খেলা শিখে
থার্মোমিটারে তাপ বাড়ে না
পোড়া সিগারেট ভেজা রাত খোঁজে না
হয়তো বা সুখ-পরী রূপকথা
ভালো লাগে না
উঁই ধরা বিছানার বিষ বুক থেকে
কেউ বলে উঠুক
ভালো মানুষ
কেমন লাগলো জানিও.........
ভালো লাগে না
উঁই ধরা বিছানার বিষ বুক থেকে
কেউ বলে উঠুক
ভালো মানুষ
কেমন লাগলো জানিও.........
bhalo laglo
ReplyDelete