নেকামি..................
বুদবুদিয়ে ওঠা না ফাটা চোখবুজানি
আর দৌড়ে বেড়ানো ব্রাউনিয়ান গতিতে
অস্বস্তির খেলা নীল শরীরে ভেলা ডোবাছ্ছে
অনেক কালের দপদপানি সলতেকে কাঁদাচ্ছে
আর তিন কাঁটার সাথে জুয়া খেলা ঘোড়াটা
ভয় পেয়ে পেছনে ধাক্কা দিয়ে মারা দেওয়ালে
লাথি মেরেই চলেছে আজ
বড় গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে যে
বিকল্প সে বাছল এবার নিঃসঙ্গতা
আর নির্ভীকল্প......সেই নকল সমাধি
ঢিল ফেলে ঢেউ তোলা ধার করা
রক্তের বাক্সের আগাছাগুলোকে সে
আর আলাদা করে দেখতে চাইল না
আসলে ভাগ করার সাহসই নেই আর
সামনে এগোলেই কল্পনার খাদ
আর দেওয়াল ভাঙলেই শেষ
বাছতে হল আর এক চোরাগলি
আসলে গলিটা ছিলই যদিও সেটা
ল্যাংটো ল্যাম্পপোস্টের সারি আর স্যাঁতস্যাতানি
বুঝি না...আকাশে কুসুম ফোটার হুকুম
যে দিতে পারে, কালো মেঘে কপালে ভাঁজ তার!!!!!
আসলে হাসি ও নোনা জলে ডোবা সমাজে
সত্যিকারের অভিষেক আজ তার
তাই প্রশ্নের ঢাকনা খুলতেই
উত্তরের খোঁজে এই খেপামি......এই নেকামি ।।
eto khotomoto keno dada
ReplyDeletekharap laglo???
ReplyDeletena na bes
ReplyDeletekichhu maane bujhte parini...sorry
ektuo bjha gelo na?
ReplyDelete:(
kicu ta tangent hoe barie gelo
ReplyDelete:p
thnq...
ReplyDeletemay i kno yr name?