একটা কবিতা
ফিরছি
অন্ধকার ভরা কুঁচকানো বিছানার চাদর
মোম গলা রাতের সাথে
ভেজা চোখে হাত বোলাস তাতে
জমে যাওয়া স্মৃতির ঘাড়ে উষ্ণ দীর্ঘশ্বাস
জন্তু ছোটায় শিরায় শিরায়
জল্পনা করে ঠিকানা বদলাতে
হাতের রেখাতে শুকোনো নদী
মোম গলাবে আর গিলবে তোর চোখের জল
ফিরছি......
No comments:
Post a Comment