Search This Blog

Wednesday, 11 December 2013

Binoy Majumdar

Today is the date, on that our beloved poet Binoy Majumdar (Bengali: বিনয় মজুমদার) left us forever in the year of 2006. Let's pray for his soul and remember him with some of his poems.........

 
 








 




 
 

 
 
 

A Gift to her on her Birthday


না হয়......

৮ই ডিসেম্বর,২০১

 

আজ নয় ভিন মাটির কথা থাক

নতুন জামা পরে বসো

রিংটোনটা শুনলেই...খুলে ফেলো

ঘেমো চামড়ার গন্ধেই

ভরাবো তোমার আমার ইগলু

দিনটা গেলে গলিয়ে ফেলো না হয়......

 

আজ নয় কুজ্ঝটিকা বানান ছাড়ো

তোমাকেই বানাই চলো

সাজানো হলেই... দেখে নিও

আচ্ছা......আয়নাটার হিংসুটে চোখ দেখেই

কানটা টেনে বলে দিও না হয়......

স্ত্রী বানানে ভুল হল কিনা

ভুল হলে আবার পড়ে নেবো না হয়......

 

আজ নয় ঘুমদুটোকে ঘুম পাড়াও

নীল স্বপ্ন দেখি চলো

জেগে জেগেই... বশ করে নিও

আমাকে নোনা করেই

বৃষ্টিতে ধুয়ে দিও না হয়......

এই রাতের কথা তোমার বুকে

গড়িয়ে গড়িয়ে এঁকে দেবো না হয়......

 

একিঃ... চোখের জলে ভেজাতে তো বলিনি

কোলবালিশ জড়িয়ে বেশ তো

আমার অর্ধ অঙ্গে ঢুকে গেছিলাম

চোখ দিয়ে বের করে দিতে তো বলিনি

আবার সেই ভিনমাটি দূরত্বের অঙ্ক হাঁকালো

তুমিও আর সাজলে না

আমার শ্বাসের শব্দে হাত রেখে

কথা দাও... কাঁদবে না

আমার জমিতে পা রেখে

এই রাতে একটু হেসে দাও না হয়......

------- শুভ জন্মদিন মেঘা

Saturday, 7 December 2013

একটা কবিতা

ফিরছি

অন্ধকার ভরা কুঁচকানো বিছানার চাদর
মোম গলা রাতের সাথে
ভেজা চোখে হাত বোলাস তাতে

জমে যাওয়া স্মৃতির ঘাড়ে উষ্ণ দীর্ঘশ্বাস
জন্তু ছোটায় শিরায় শিরায়
জল্পনা করে ঠিকানা বদলাতে

হাতের রেখাতে শুকোনো নদী
মোম গলাবে আর গিলবে তোর চোখের জল
ফিরছি......



Thursday, 21 November 2013

Clock

Photos

Documentary:



Nature:




Abstract:


বিশেষ ঘোষণা

আজ থেকে এই ব্লগ-এ বিভিন্ন ধরণের(category/genre) ফটোও পোস্ট করা হবে।
আমি তো পোস্ট করব......আর তোমরা??
While uploading any photo please mention the category.
We are also waiting for your other creativity. Please post.
Thank you......

PHOTOS

Category: Documentary:

Busy hand


 কে মনিব আর কে পাহারাদার



 একা বাসে বসবাস




Wednesday, 31 July 2013

আমার কবিতা

অগ্রগামী  কাপুরুষ

চোখে দেখার এগিয়ে যাওয়া?
হামাগুড়ি, সিঁড়ি, ভিড়ে উঁকি দেওয়া?
আমায় একটু জায়গা দে মা......জলসায় বসি
দেখি প্রাচীনতার ভব্যতা
ছেঁড়া কাপড়ে ভেজা কুস্তি
অনুমতি ছাড়া করছে, ছিনছে, ছাপছে আর
মজা নিচ্ছে জলসায় উবু হয়ে।
সাক্ষীতা রিপু-র সাথে 'ক'-এ বেঁধে 
ওতপ্রোত...... শুধু বিচ্ছিন্ন বিরোধিতায়।
বিনেপয়সার নীল হাত-সুখ
প্রতিবাদে শুধু লাল হবে কেন?
চোখ খোলা সবার- যারা এগোচ্ছে 
শুধু দেখছে না- শুভ-মহরৎ-পূর্ব
'মা'-রা, 'মানুষ'-এরা......বেনামি ভাই-বোনের ব্রহ্মা ।
একের পর এক কুস্তি, তারপর
চিৎকার তালে নগ্ন-নৃত্য
তার পিঠে গান, রক্ত-জলের লাশ
নারীমুক্তি এভাবে!!!!
অগ্রগামী কাপুরুষ.........
 

Wednesday, 30 January 2013

Dhar Pakad Special Chabbis.


Akshay Kumar Singing Mujh Mein Tu-Special Chabbis


BEST OF ME BY K.K

K.K. - BEST OF ME


 
 
 
 
DOWNLOAD SONGS OF THIS ALBUM:

DOWNLOAD


 

অনেক দিন পর......

কিছু  খেয়াল



আজ অনেকদিন পর এই ব্লগ লিখছি। বন্ধুরা আশা করি সবাই ভালই আছো।
যাই হোক আজ আমি কিছু অনুভুতি শেয়ার করতে চাই ।
গতকাল ফালুদার দ্বিতীয় খণ্ডের শুটিং কমপ্লিট করে বেশ সিরিয়াস মুহূর্তে গাঁজা টান মারলাম, ভুলেই
গিয়েছিলাম যে আমি একটা বেকার...... সামনে আমার গেট নামক একটা ভবিষ্যতের দরজা ঝুলে আছে,
হ্যাঁ আমি গেট পরীক্ষার কথা বলছি, যেটা আমাকে আমার লক্ষ্য বা স্বপ্ন-এ পৌঁছে দেবে। স্বপ্ন তো বলছি
কিন্তু সেটা যে কতটা ঘোলাটে সেটা আমি নিজেই বুঝতে পারি না। এম.টেক করে আমি শিক্ষকতা করতে
চাই। এই চাওয়াটা ভুলে যাই কিছু নিজ গুণে নুন ছেটাতে গিয়ে।আমার স্ক্রিপ্ট -এর ভাষায়
" হঠাৎ একটা স্বপ্ন। ফ্ল্যাশ।তারপর রোজ রোজ। মনে হতে লাগলো - আমি কেন দেখি? ওরা কেন দেখে না?
আমি পারি। ওরা পারে না। তাই একদিন নিজে রাইট হয়ে রংগ-দের নিয়ে ৮০% (হেলিকপ্টার-এর মৃত অংশ) খোঁজ না করেই ওড়াতে চললাম । আজ হঠাৎ ওই ২০% চোখে পড়লো।"

আজ অনেকদিন পর মাথাটা নিচু করে জমি থেকে চোখের আন্দাজে উচ্চতা মাপলাম। ছোটবেলায় যখন সন্ধ্যেবেলায় ভয় নিয়ে মাঠ থেকে ক্রিকেট খেলে ঘরে ফিরতাম, তখন রাস্তায় এরকম মাপতাম আর দেখতাম কত বড় হয়েছি। হয়তো তফাতটা বুঝতাম না বলেই বাবা-র কাছে বকুনি খেতাম। আজও বেশ কয়েক বছর পর দেখলাম উচ্চতা বাড়েনি । আজ এটা বুঝি যে চোখটা আমার তাই রোজের বড় হওয়াটা তার কাছে উপেক্ষণীয়। তাই তফাত না বোঝাতে বকুনি খাই নি হয়তো কিন্তু মাথা নিছু করে এটা মেনে নিয়েছি যে নিজের উচ্চতা নিজের মত করে দেখে স্বপ্নকে ধরা যায় না, নিজের ছায়ার মত নিজেকেই গণ্ডি করে থাকতে হয়। আমি বড় হইনি, অন্তত নিজেকে যেমন ভাবি তেমন তো নয়-ই।

পাশের দুর্বল মানুষের অক্ষমতার এডভান্টেজ তুলে সেগুলো শিখে মশিহা হয়ে উঠেছি ,ভাবতে শুরু করেছি স্ক্রিপ্ট, নিজের সাথে ওদেরও। ওরা বড় হয়ে গেছে আর আমি বাক্য দিয়ে চলেছি। আর আছে গভীর রাতে শেল্ফ-কাউন্সিলিং। আর কাউকে ভালবাসার কথা......... পরেই বলবো।